ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমতি আক্তার (৬) ও রুমা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন আপন চাচাতো বোন। শনিবার দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমতি ওই গ্রামের এখলাছ শেখ ও রুমা আক্তার আলমগীর শেখের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির পাশে জেলা পরিষদের সদস্য শেখ শাহীন মিয়ার পুকুরে দুই বোন ইমতি ও রুমা খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। প্রথমে ইমতি পানিতে পড়ে গেলে বড় বোন রুমা তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয়। পরে দুই বোনই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা পুকুরে তল্লাশি করে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা হাসপাতালের চিকিৎসক অমিত কুমার দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএআর/জেআইএম