মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর এলাকায় বজ্রপাতে আব্দুল হালিম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আব্দুল হালিম বারাহিরচর গ্রামের হযরত আলীর ছেলে। শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ পরিবারের উদ্দৃতি দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ঘটনার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এমএএস/আরআই