দেশজুড়ে

উপবৃত্তির টাকা নিয়ে জালিয়াতি, ‘শিওর ক্যাশ’র এজেন্টের কারাদণ্ড

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে জালিয়াতির ঘটনায় সফিকুল ইসলাম (২৭) নামের সিওর ক্যাশের এক এজেন্টকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেয়া হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম সাতদিনের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাটগ্রাম পৌরসভা এলাকার মধ্য চৌরঙ্গী দিগন্ত টেলিকমে ব্যালান্স ট্রান্সফারসহ বিভিন্নভাবে অর্থ লেনদেন করেন এজেন্ট সফিকুল ইসলাম। সফিকুল ইসলাম শিক্ষার্থীদের উপবৃত্তির পাওনা টাকা থেকে প্রতিজনের কাছ থেকে ২০ টাকা করে কেটে নেন।

এ ঘটনায় এক অভিভাবক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করলে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সফিকুল ইসলামকে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর বলেন, কারাদণ্ডপ্রাপ্ত সফিকুলকে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলে পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এএম/আইআই