দেশজুড়ে

বোনাসের দাবিতে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বয়স দিয়ে মুক্তিযোদ্ধাদের বিভাজন বন্ধ, ২টি উৎসব বোনাসসহ সকল মুক্তিযোদ্ধাদের সমপরিমাণ সম্মানী ভাতার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা ও সদর উপজেলা কমান্ডের উদ্যোগে বেলা ১১ টায় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী ও সদর উপজেলা ইউনিট কমান্ডার মো. আব্দুল জলিল, গোয়ালন্দ উপজেলা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, যুদ্ধকালীন কমান্ডার আবুল হাসেম বকাউল, বীর মুক্তিযোদ্ধা এসএম নবাব আলী। পরে তারা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে দাবি সম্মলিত স্মারকলিপি দেন।রুবেলুর রহমান/এসএস/এমএস