দেশজুড়ে

গাইবান্ধায় পুলিশের অভিযানে গ্রেফতার ২১

গাইবান্ধায় পুলিশের অব্যাহত অভিযানে গ্রেফতারি পরোয়ানা ও অপরাধমূলক মামলায় ২১জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, জেলার সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাই, ডাকাতি, মারপিটসহ অপরাধমূলক মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অপরাধমূলক মামলায় গ্রেফতারকৃত ২১জন বিভিন্ন থানা হাজতে রয়েছেন। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।অমিত দাশ/এসএস/আরআই