দেশজুড়ে

বগুড়ার ভিজিডির ২১৭ বস্তা চাল উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দি, দুপচাঁচিয়া ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ভিজিডির ২১৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় ভিজিডির চাল কালো বাজারে ক্রয় করে মজুদের অভিযোগে দুপচাঁচিয়ায় ও সারিয়াকান্দি থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, সকালে কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়া বাজারের ব্যবসায়িী জুলফিকার আলীর গুদামে তল্লাশি করা হয়। সেখানে ভিজিডির ১৪২ বস্তা চাল পাওয়া গেলে সেগুলো উদ্ধার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, জুলফিকার দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন বরাদ্দের চাল কেনাবেচা করেন। মঙ্গলবার কর্ণিবাড়ি ইউনিয়নের ২৩৯ জন সুবিধাভোগীদের মাঝে ২ বস্তা করে ২ মাসের ৪৭৮ বস্তা চাল বিতরণ করা হয়। তাদের কাছ থেকে জুলফিকার ১৪২ বস্তা চাল ক্রয় করে মজুদ করেন। অভিযানকালে পুলিশ জুলফিকারকে না পেলেও ইউনুছ আলী নামে এক ভ্যানচালক ও মাসুদ রানা নামে এক যুবককে আটক করে।

সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এদিতে বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলায় ২২৩ বস্তা চাল উদ্ধারসহ তিনজনকে আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চামরুল ইউনিয়নের জোহালী মাটাই আকবর আলীর মালিকানাধীন চালকল থেকে এ চাল উদ্ধার করা হয়। পরে সরকারি ভিজিডির চাল ক্রয় করে মজুদের অভিযোগে উপজেলার জোহালী মাটাই গ্রামের শফিকুল ইসলাম (৩৪), একই গ্রামের চালকল মালিকের ছেলে জহুরুল ইসলাম (৩২) ও কাথহালী গ্রামের নুরুল ইসলামকে (২৯) আটক করা হয়। এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

চামরুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী চাল উদ্ধারের কথা স্বীকার করে জানান, চালগুলো তার ইউনিয়নের নয়। অন্য কোথা থেকে সংগ্রহ করে তারা মজুদ করতে পারে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন বলেন, দুপচাঁচিয়া থানা পুলিশের ওসি ভিজিডির চাল মজুদের খবর দিলে আমি তার সঙ্গে ঘটনাস্থলে যাই। পুলিশ চাল উদ্ধার ও জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।

অপরদিকে একই সময় বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ মাঝিহট্ট ইউনিয়নের তোফাজ্জল হোসেনের গোডাউনে অভিযান চালায় । সেখান থেকে ভিজিডির ৫২ বস্তা চাল উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) জাহিদ হোসেন জানান, এ ব্যাপারে গোডাউন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরএআর/এমএস