দেশজুড়ে

ইভটিজিংয়ের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা : বখাটে গ্রেফতার

মাদারীপুর সদর উপজেলার চরপুটিয়া গ্রামে ইভটিজিংয়ের শিকার হয়ে স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় মামলার প্রধান আসামি শাওন হাওলাদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।চরমুগরিয়া পুলিশফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দেবনাথ বলেন, শিবচর উপজেলার কাওরাকান্দি ফেরিঘাট থেকে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজারপুর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে শাওনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলার বিবরণে জানা যায়, চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী একই উপজেলার চরপুটিয়া গ্রামের চাঁনমিয়ার মেয়ে সাথী আক্তারকে গত ৯ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উত্যক্ত করে শাওন। এ ঘটনার পর সে বিষপানে আত্মহত্যা করে। ঘটনার চার দিন পর সাথীর বাবা মাদারীপুর মডেল থানায় নারী নির্যাতন মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় শাওনকে। মাদারীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআই/এসআরজে