দেশজুড়ে

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালী উপজেলার গৌড়ীয়ানা নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মো. আবু বক্কার (৪৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর আরোহী আহম্মদ আলী মৃদ্ধা (৫৭) আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।নিহত আবু বক্কর জেলা শহরের কাজীকান্দা এলাকার আব্দুল গফুরের ছেলে। আহত আহম্মদ আলী মৃদ্ধা সদরের সূর্যনগর মহাদেবপুর গ্রামের সৈয়দ আলী মৃদ্ধার ছেলে।পাংশা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গৌড়ীয়ানা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের গর্তে পড়ে যায়। এতে চালক আবু বক্কার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহত অপর আরোহী আহম্মদ আলী মৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রুবেলুর রহমান/এআরএ/আরআই