রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের (মাহেন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে পান ব্যবসায়ী উত্তম কুমার দে (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ৩ যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদেরকে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদরের রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামনের রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উত্তম সদরের পৌর এলাকার বিনোদপুরের সুশীল কুমার দের ছেলে। অন্য আহতরা হলেন, জেলা সদরের কল্যানপুর এলাকার মো. শহীদের ছেলে মাহেন্দ্রা চালক মো. জাহাঙ্গীর (৪০), বালিয়কান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে ইসলাম হোসেন (৩৫) ও মানিকগঞ্জ জেলার কাইয়ুমউদ্দিনের ছেলে কাজী মোশাররফ হোসেন (৫০)। আহত সবাই মাহেন্দ্রার যাত্রী।ফরিদপুরের রাজমহল ব-০০৪৫ নামে বাসটি দৌলতদিয়া থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাহেন্দ্রা রাজবাড়ী থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল।এ ঘটনায় রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।রুবেলুর রহমান/এমজেড/এমএস