দেশজুড়ে

টাঙ্গাইল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করল গণমাধ্যমকর্মীদের নতুন সংগঠন টাঙ্গাইল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের সদস্যদের ভোটে জাগোনিউজ২৪.কম- এর টাঙ্গাইল প্রতিনিধি আরিফ উর রহমান টগরকে আহ্বায়ক এবং পূর্বপশ্চিমবিডি.নিউজ- এর টাঙ্গাইল প্রতিনিধি তপু আহম্মেদকে সদস্য সচিব নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির অন্যা সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান পলাশ (এবিসি৭১), অলক কুমার দাস (দিবিডিনিউজ২৪), যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম (ঢাকাটাইমস২৪.কম), তারেক আহমেদ (এবিনিউজ২৪) ও মো. পারভেজ হাসান (অনুসন্ধান নিউজ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- আব্দুল্লাহ আল নোমান (পরিবর্তন.কম), মো. মুক্তার হাসান (আইএনবিনিউজ), তনয় কুমার বিশ্বাস (ই-বার্তা২৪৭.কম), মোল্লা তোফাজ্জল (কালেরস্রোত.কম) মাহবুবুর রহমান (আজকেরটেলিগ্রাম.কম), এনায়ের করিম বিজয় (বাসাইলসংবাদ২৪.কম), মেহেদী হাসান মৃদুল (নিউজ৭১) ও অন্তু দাস হৃদয় (সময়েরকণ্ঠস্বর.কম)।

এ সময় সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র প্রণয়ন ও অর্থ কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে সংগঠনের চূড়ান্ত গঠনতন্ত্র প্রণয়নসহ পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করারও সিদ্ধান্ত নেন সংগঠনের সদস্যরা।

আরিফ উর রহমান টগর/আরএআর/আইআই