চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরুচোর সন্দেহে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম শফি উপজেলার কোমড়পুর গ্রামের মৃত সদর মল্লিকের ছেলে। তিনি চুয়াডাঙ্গা শহরের বেলগাছি গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামনগর গ্রামের স্বপন আলী নামের এক ব্যক্তির দুটি গরু চুরি হয়। প্রায় দেড় লাখ টাকা মূল্যের গরু চুরির ঘটনা জানাজানি হলে রাতেই এলাকাবাসী সংগঠিত হয়ে চোর খুঁজতে বের হয়। একপর্যায়ে গ্রামের কাটাখালী মাঠে শফিকুলকে দেখতে পেয়ে তারা গরুচোর সন্দেহে তাকে ধরে নিয়ে আসে। এরপর সবাই মিলে পিটুনি দিলে ঘটনাস্থলেই শফিকুল মারা যান। পরে সকাল ৭টার দিকে ভালাইপুর এলাকা থেকে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির বলেন, শফিকুলের মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। উপর্যুপরি মারধরের কারণেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএআর/এমএস