সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ। রোববার রাত তিনটার দিকে উপজেলার মাগুরা গ্রামের একটি পানের বরজের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি রাম দা, চারটি ককটেল, বন্দুকের পাঁচটি তাজা গুলি উদ্ধার করেছে।গুলিবিদ্ধ ডাকাতরা হলেন, তালা উপজেলার চাঁদকাটি গ্রামের সুবান শেখের ছেলে কালাম শেখ (৩৫), মিঠাবাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার জাকির হোসেনর ছেলে জিল্লুর রহমান। অন্যদিকে, আহত পুলিশ সদস্যরা হলেন, তালা থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাশ, আকরাম হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাৎ হোসেন ও প্রকাশ।তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, মাগুরা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয় ও চার পুলিশ সদস্য আহত হয়। আহত ডাকাতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসএস/এমএস