দেশজুড়ে

বিরলে বজ্রপাতে নিহত ৫

দিনাজপুরের বিরল উপজেলায় বজ্রপাতে ৫ কৃষি শ্রমিক ও চিরিরবন্দর উপজেলায় ১ গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার দুপুর ২টায় ও ভোরে পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নের পূর্ব রাজারামপুর গ্রামের প্রদীপ রায়ের স্ত্রী বনিতা (৪৫), মৃত হরিপদ রায়ের ছেলে কুশল (১৫), স্ত্রী মুক্তি রানী (৪৭), সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত মোস্তাক আহম্মেদের ছেলে শুকুমুদ্দিন (৪০), আব্দুল লতিফের ছেলে মেছের আলী (৩৬) ও চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের চকরামপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (২৩)।

আহতরা হলেন, সুকুমার (৩৩), মল্লিক (২৩), রফিকুল ইসলাম (৪৫), মুক্তি (৪৫), নলিতা (৩৫), শাহানাজ (৩৩) ও জিয়াউর রহমান (৩০)। এরা সবাই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিরল থানার ভারপ্রপপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, দুপুরে ১২ জন কৃষি শ্রমিক বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামে ধানখেতে ঘাস বাছাইয়ের কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে তারা সকলে পার্শ্ববর্তী একটি মেশিন ঘরে আশ্রয় নেন।

এসময় সেখানে বজ্রপাত হলে ঘটানস্থলেই ঝলসে গিয়ে মুক্তি রানী, শুকুমুদ্দিন ও মেছের আলী মারা যান। আহত অবস্থায় ৯ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় বনিতা ও কুশল মারা যান। অন্য ৭ জনকে হাসপালে ভর্তি করা হয়।

এদিকে চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান জানান, চকরামপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (২৩) ভোরে বৃষ্টির সময় বাড়ির উঠানে চুলা ঢাকতে গেলে বজ্রপাতে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম