দেশজুড়ে

মানিকছড়িতে আ.লীগের সড়ক অবরোধ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে এবং এ নিয়োগ বাতিলের দাবিতে এবার মাঠে নেমেছে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ।

শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খাগড়ছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক অবরোধ করে এ নিয়োগের প্রতিবাদ করে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

অবরোধ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেনসহ প্রমুখ।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এমএ জব্বারের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিএনপি ও জামায়তের লোকদের নিয়োগ দেয়ার অভিযোগ করে তাদেরকে মানিকছড়িতে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধার মূল্যায়ন না করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে দেয়া নিয়োগ বাতিল করে পুনঃনিয়োগের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম