দেশজুড়ে

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে যুবক গ্রেফতার

মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ এবং তার ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে আব্দুল আওয়াল (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে আওয়ালকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত যুবক মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানায়, গত ১০মে আব্দুল আওয়াল উকিয়ারা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকায় তার বন্ধু ওয়াসিমের বাসায় বেড়াতে নিয়ে যায়। সেখানে আওয়াল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। তার বন্ধু ওয়াসিম ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। ধর্ষণের ঘটনা জানানো হলে ওই ছাত্রীকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।এরপর ওই স্কুল ছাত্রী বিষয়টি চেপে যায়। পরবর্তীতে একই কায়দায় ব্ল্যাকমেইল করে ওই যুবক তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে এবং সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই ছাত্রী সব ঘটনা পরিবারের সদস্যদের কাছে খুলে বলে। পরে তার মা বাদী হয়ে রোববার সন্ধ্যায় আওয়াল ও ওয়াসিমকে আসামি করে মানিকঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে রোববার রাতে আওয়ালকে ভিডিও ক্লিপসহ গ্রেফতার করা হয়েছে। সেই সাথে মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।এসএস/আরআই/এসআরজে