দেশজুড়ে

নড়াইলে নাশকতার অভিযোগে শিবিরের সভাপতিসহ আটক ৮

নড়াইলে নাশকতার অভিযোগে সদর পৌর শিবিরের সভাপতি আব্বাস হোসেন, লোহাগড়া উপজেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও কালিয়া উপজেলা শিবিরের সভাপতি সদ্দামসহ ৮ শিবির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।  জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়।  পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জাগো নিউজকে জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।হাফিজুল নিলু/এমজেড/আরআইপি