চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর পদে জয়ী হওয়ায় অ্যাঙ্গেলা মেরকেলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবিরোধী অভিযান ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ আরও জোরালোভাবে কাজ করতে চায় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
গত ২৪ সেপ্টেম্বর জার্মানির ১৯তম নির্বাচনে টানা চতুর্থবারের মতো জার্মান চ্যান্সেলরের পদে জয়ী হন মেরকেল।
এনএফ/এমএস