ঢাকা থেকে নিখোঁজ জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মেয়র এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রুকুনুজ্জামানকে (রুকন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১টার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়ন অফিসের সামনে থেকে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সরিষাবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ এএস মোরশেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের ৬০নং বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। খোঁজাখুঁজির পর ভাইয়ের সন্ধান চেয়ে ওই দিন রাতেই থানায় জিডি করেন নিখোঁজ ব্যক্তির বড় ভাই সাইফুল ইসলাম টুকন।
এফএ/জেআইএম