অর্থনীতি

ভৈরব চেম্বার নির্বাচনে মামুন সভাপতি

ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৪শ ১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মো. হুমায়ুন কবির পেয়েছেন ৩শ৮৮ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ৩শ ৯৭ ভোট পেয়ে মোমেন হাসান এবং সহ-সভাপতি পদে ৪শ ৮৬ ভোট পেয়ে রিয়াজ আহমেদ ফারুকী শাহীন নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মালেক পেয়েছেন ৩শ ৪৫ ভোট এবং এমএ রউফ পেয়েছেন ৪৫শ ভোট। অপরদিকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আবু বকর সিদ্দিক পেয়েছেন ৩শ ৫ ভোট। এছাড়া নির্বাচনে পরিচালক পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলো মো. মাসুদুর রহমান খান (রিপন), মো. জাহিদুল হক জাবেদ, কাজী মাসউদ উর রহমান, মাহমুদুল হাসান রিগান, নাজমুল হক রুবেল, মো. আফজাল ভুঁইয়া, মো. আলামিন, মো. তোফাজ্জল হোসেন, মো. হেলাল উদ্দিন, আরেফীন জালাল (রাজীব), মো. জিল্লুর রহমান, মো. সেলিম মিয়া, মোস্তাফিজুর রহমান (মানিক), মঈনুল ইসলাম (বেকুল) ।সহযোগী সদস্যদের মধ্য থেকে পরিচালক হয়েছেন আব্দুর রশিদ, সুজন মিয়া, মো. আক্তারুজ্জামান ও নিজাম মাহমুদ জুয়েল।  সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে ৮শ ১০ জন ভোটারের মধ্যে ৭শ ৯১ জন ভোটার তাদের ভোট দেন। তবে ভোটারদের পরিচালক পদের ২৩টি ব্যালট পেপার ভুলের কারণে বাতিল হয়ে যায় বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভোট গণনার পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এবারের চেম্বার নির্বাচনে সভাপতি পদে ২ জন, সিনিয়র সহ-সভাপতি ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন এবং পরিচালক পদে ৩১ জন প্রার্থী হয়েছিল। উক্ত তিনটি পদে একজন করে এবং পরিচালক পদে ১৮ জন নির্বাচিত হয়েছেন। এবার যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি নতুন মুখ। এছাড়া পরিচালক ১৮ জনের মধ্যে ৬ ছাড়া বাকী ১২ জনই নতুন। তারা সবাই বন্দর নগরী ভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।আসাদুজ্জামান ফারুক/এসএস/আরআইপি