দেশজুড়ে

ঈশ্বরদীতে হাসপাতালের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

ঈশ্বরদী শহরের বাবুপাড়া এলাকায় কামিনী হাসপাতালের নৈশ প্রহরী আলম হোসেন (৪০)কে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাত ১১টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মেরে ফেলা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, নৈশ প্রহরী আলম হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা আচমকা তার উপর হামলা চালায়। তার মৃত্যু নিশ্চিত করার জন্য কয়েক দফা তাকে রাস্তার উপর আছড়ে মারা হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ছাত্রদল নেতা মেহেদী হাসানকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মেহেদী হাসানসহ ৫ জনকে আসামি করে হত্যা ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা রের্কড করা হয়েছে। আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। আলাউদ্দিন আহমেদ/এসএস/আরআইপি