কিশোরগঞ্জে পৃথক দুটি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কটিয়াদী উপজেলার ঘাগৈর গ্রামের আব্দুল হাকিম (৫০) ও ভৈরব উপজেলার চন্ডিবের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলাম (২৮)।
রায় ঘোষণাকালে আসামি আব্দুল হাকিম আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি রফিকুল ইসলাম জামিন নিয়ে পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২৫ মার্চ বিকেলে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে আসামি আব্দুল হাকিম বল্লম দিয়ে উত্তর চরপুক্ষিয়া গ্রামের জয়নাল আবেদীনের বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার ছেলে জসিম জসীম উদ্দিন বাদী হয়ে আব্দুল হাকিমকে আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে ভৈরব উপজেলা সদরের মেঘনা ফেরীঘাট এলাকার মুদি দোকানদার রফিকুল ইসলাম পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ২০১৫ সালের ২৩ এগ্রিল তার ভাগ্নে দীন ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এ সময় স্থানীয় জনতা অস্ত্রসহ রফিকুল ইসলামকে আটক করে পুলিশে দেয়। এ হত্যার ঘটনায় নিহতের বড় ভাই কামাল মিয়া ভৈরব থানায় রফিকুল ইসলামকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নূর মোহাম্মদ/আরএআর/জেআইএম