মৌলভীবাজারের বড়লেখায় শৌচাগারে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ১০ নং কাশেমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের রিকশাচালক বাচ্চু মিয়ার দুই ছেলে নাবিল মিয়া (২২) ও বাদল মিয়া (১৭)।
নিহতদের পরিবার, এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাচ্চু মিয়ার মেজো ছেলে অটোরিকশাচালক আকিব উদ্দিনের (২০) একটি মোবাইল ফোন বাড়ির কাঁচা শৌচাগারে পড়ে যায়। মোবাইলটি উদ্ধারে তিনি ব্যর্থ হয়ে ছোটভাই বাদল মিয়াকে (১৭) তা খুঁজতে বলেন। বিকেল ৩টার দিকে মোবাইল ফোনটি খুঁজতে গিয়ে বাদল শৌচাগারের গর্তে পড়ে গেলে বড়ভাই নাবিল আহমদ (২২) তাকে বাঁচাতে এগিয়ে যান। অসাবধাণতা বশত তিনিও শৌচাগারের গভীর গর্তে পড়ে নিখোঁজ হন। তাদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন তাদের মামা মোস্তফা কামাল।
পরে বাবা-মায়ের চিৎকারে স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাদেরকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের বড়লেখা স্টেশন অফিসার মো. মুনিম সারোয়ার দমকল বাহিনী নিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টায় শৌচাগার থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেন।
বড়লেখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দেবদুলাল ধর জানান, পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতদের বাবা-মা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
আরএআর/জেআইএম