ফেনীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করায় ২০১৪ সালের ২৩ ডিসেম্বর ফেনীর আদালতে দণ্ডবিধির ৮৯৯ ও ৫০০ ধারায় ১ হাজার কোটি টাকার মানহানি মামলা করেন অ্যাডভোকেট গাজী তারেক আজিজ। মঙ্গলবার মামলার ধার্য তারিখে সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, ২০১৬ সালের ৩১ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়।এমএএস/আরআই