দেশজুড়ে

কেক কেটে তৌফা-তহুরার জন্মদিন পালন

দেশব্যাপী আলোচিত কোমরে জোড়া লাগানো জমজ কন্যাশিশু তৌফা-তহুরার আজ প্রথম জন্মদিন। ২০১৬ সালের এইদিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করে তারা।

তৌফা-তহুরার জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাহনুর ইসলাম, এ কে এম আমিরুল মোরশেদ ও মো. মহিবুর হোসেন ঢাকা থেকে বিকেল ৪টার পর কাশদহ গ্রামে পৌঁছেন। পরে তৌফা ও তহুরাকে সঙ্গে নিয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সামিউল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল ও রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

ঢাকা থেকে আসা চিকিৎসকরা ও সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৌফা ও তহুরার জন্য উপহার সামগ্রী আনা হয়। পরে সেসব তৌফা ও তহুরার বাবা-মায়ের হাতে তুলে দেয়া হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভা কেক কেটে তৌফা ও তহুরার জন্মদিন পালন করে।

গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শুক্রবার বিকেল ৪টায় তৌফা-তহুরার নানার বাড়িতে গিয়ে দেখা যায়, তৌফা ও তহুরাকে নতুন জামা পরিয়ে দেয়া হয়েছে। হাতে চুরি ও কপালে টিপ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ছুটে এসেছেন এই বাড়িতে। চিকিৎসকরা তৌফা ও তহুরার স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরে প্রেসক্রিপশন ও পরামর্শ লিখে দেয়া হয়।

কয়েকদিন থেকে অসুস্থ তহুরা। তার জ্বর আসে আবার ছাড়ে। এ অবস্থায় মা সাহেদা বেগম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক সাহনুর ইসলামের সঙ্গে মুঠোফোনে পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াচ্ছেন। আজ সকাল থেকে জ্বর কিছুটা কমছে।

ঢামেকে দীর্ঘদিন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থেকে অভ্যস্ত তৌফা-তহুরার খুব কষ্ট হচ্ছে। কেননা নানার বাড়িতে বিদ্যুৎ না থাকায় সেখানে গরমে প্রায় সময়ই কান্নাকাটি করে তারা।

তৌফা-তহুরার মা সাহিদা বেগম ও বাবা রাজু মিয়া জানান, গত চার-পাঁচদিন থেকে তহুরার জ্বর আসে আবার ছাড়ে। এ ছাড়া বাড়িতে বিদ্যুৎ না থাকায় গরমে কষ্ট পাচ্ছে তৌফা ও তহুরা। একটি সোলার বিদ্যুৎ দেয়া হলেও প্রথমে কয়েকদিন ভালো চললেও তা এখন তেমন একটা কাজে আসছে না। বৈদ্যুতিক পাখা দিনের বেলা চালানো যায় না। আবার রাতে বেশিক্ষণ চলে না। গরমে ঠিকমত ঘুমাতে পারছে না তারা। শুধু কান্নাকাটি করছে।

সুন্দরগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও সামিউল আমিন বলেন, তৌফা ও তহুরার জন্মদিনে অংশ নিতে ঢাকা থেকে চিকিৎসকরা এসেছেন। তৌফা-তহুরাকে উপহার সামগ্রী দেয়া হয়েছে। তহুরা অসুস্থ থাকায় তাকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসাপত্র দেয়া হয়েছে। এ ছাড়া এই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

চিকিৎসক সাহনুর ইসলাম বলেন, শুধু জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আমরা ঢাকা থেকে গাইবান্ধায় এসেছি। তৌফা ও তহুরার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তহুরার জ্বর ছিল, ওষুধ লিখে দেয়া হয়েছে। আশা করি খুব দ্রুত ভালো হয়ে যাবে।

উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর কোমরে জোড়া লাগানো অবস্থায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে নানার বাড়িতে তৌফা ও তহুরার জন্ম হয়। এরপর ৭ অক্টোবর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মলদ্বার একটি থাকায় পরে ১৬ অক্টোবর প্রথম অস্ত্রোপচার করা হয়। এরপর চলতি বছরের ১ আগষ্ট তাদেরকে আলাদা করার জন্য করা হয় দ্বিতীয় অস্ত্রোপচার। পরে সুস্থ হলে গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে গাইবান্ধায় ফেরে তৌফা ও তহুরা।

রওশন আলম পাপুল/আরএআর/আইআই