দেশজুড়ে

ভৈরবে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

ভৈরবের সাদেকপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার সময় মানিক মিয়া নিজ এলাকার মেন্দিপুর বাধে গেলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় উপস্হিত লোকজন প্রতিপক্ষের দুইজনকে আটক করে পুলিশে দেয়।

রাত ১১ টায় নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচ