ফিচার

এলো বিদ্যুৎ চালিত উড়োজাহাজ!

এবার এলো সম্পূর্ণ বিদ্যুৎ চালিত উড়োজাহাজ। বিশ্বখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ার বাস সম্প্রতি প্যারিসের এয়ার শো-তে দেখালো তাদের এই অভিনব উদ্ভাবন। এয়ারবাসের এই ‘ই-ফ্যান প্লেন’ একবার চার্জ নিলে চলতে পারে পুরো এক ঘণ্টা। আর এই সময়ে এটি পাড়ি দিতে পারে ১৩৬ মাইল। দু’জন যাত্রী পরিবহনে সক্ষম এই উড়োজাহাজ পুরোপুরি আওয়াজমুক্ত। কোনো রকম ধোঁয়াও নির্গত হয়না এই উড়োজাহাজ চলার সময়। তাই এটি পরিবেশবান্ধবও বটে। এয়ার বাসের দাবি ধোঁয়া ও শব্দমুক্ত এ ধরণের উড়োজাহাজ এই প্রথম এলো। ২০১৭ সাল নাগাদ বাজারে ছাড়বে তারা এই অত্যাধুনিক উড়োজাহাজ। শুধু তাই নয়, ২০৫০ সাল নাগাদ এই ই-ফ্যান প্লেনের আসন সংখ্যা ১০০-তে উন্নীত করা হবে বলেও ঘোষণা দিয়েছে এয়ার বাস।এসআরজে