দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মাদরাসাছাত্রী নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বদ্যিনাথপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় সুখি খাতুন (১১) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুখী খাতুন উপজেলার হাসাদহ গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং হাসাদহ দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে সুখী খাতুন বাড়ি থেকে তার মায়ের সঙ্গে পাখি-ভ্যান যোগে জীবননগরে চিকিৎসার জন্য যাওয়ার পথে বদ্যিনাথপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন কাজল/আরএআর/জেআইএম