টাঙ্গাইলের মির্জাপুরে দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে গিয়ে মদ পান করে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে তাদের মৃত্যু হয়।
এরা হলেন- উপজেলা সদরের পোষ্টকামুরী পালপাড়া গ্রামের মৃত খিতিশ পালের ছেলে রঞ্জিত পাল (৫০) এবং একই গ্রামের মনি গোপালের ছেলে উত্তম পাল (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দ উপভোগ করতে তারা মদ পান করেন। অতিমাত্রায় মদ পানের কারণে তারা অসুস্থ হয়ে পড়লে রোববার রাতে রঞ্জিত পাল এবং উত্তম পালকে কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে রঞ্জিত পালের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উত্তম পালের মৃত্যু হয়।
মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, খবর পেয়ে কুমুদিনী হাসপাতাল থেকে উত্তমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রঞ্জিত পালের মৃত্যুর খবর তাদের জানা নেই বলে তিনি উল্লেখ করেন।
এস এম এরশাদ/আরএআর/আইআই