পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় দায়ে ৫ জেলেকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভোর রাতে তেতুলিয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড ও তিন জেলেকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় পৃথক অভিযানে ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে ফেলা হয়।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ করতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/আরআইপি