জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ৩ শিবিরকর্মীকে আটক করেছে। বুধবার শহরের জামিল নগরের একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করে পুলিশ। জানা যায়, সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরের মোড়ে মোড়ে তল্লাশি চালায়। বগুড়া শহরের স্টেশন রোড, খান্দার মোড়ে হরতালের সমর্থনে জামায়াত শিবির নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতির কারণে তারা মিছিল করতে পারেনি। এসময় শহরের জামিল নগরের একটি ছাত্রাবাস থেকে ৩ শিবির কর্মীকে আটক করে পুলিশ। বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, হরতালে এখনও জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ৩ শিবিরকর্মীকে আটক করা হয়েছে ।লিমন বাসার/এসএস/আরআইপি