দেশজুড়ে

রাজবাড়ীতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ীতে আলম ব্যাপারী (৪৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত আলম ব্যাপারী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের উজানচর ব্যাপারী পাড়ার ইব্রাহিম ব্যাপারীর ছেলে।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাজিব মিনার সহযোগিতায় সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলম ব্যাপারীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। পড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রুবেলুর রহমান/আরএআর/আরআইপি