দেশজুড়ে

টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ পাড়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে প্রতিবেশী আমির হোসেন নামে এক যুবক।

এ ঘটনায় মঙ্গলবার রাত ৯টার দিকে শিশুটির মা বাদী হয়ে আমির হোসেনের নামে মামলা দায়ের করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আমির আব্বাস জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশুটি তার ছোট ভাইয়ের সঙ্গে পার্শ্ববর্তী মৃত হাতেম আলীর ছেলে আমির হোসেনের দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় আমির হোসেন শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে পাশের মেহগনি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে লম্পট আমির হোসেন পালিয়ে যায়। এরপর রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আমির হোসেনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সালাউদ্দিন কাজল/এফএ/আইআই