দেশজুড়ে

রাজবাড়ীতে অস্ত্রসহ ৩ আসামি গ্রেফতার

২০০৯ সালের ৩১মে রাজবাড়ী জেলার পাংশা থানার চররামনগরে একই পরিবারের ৫ সদস্যকে অপহরণ ও জবাই করে মরদেহ পদ্মা নদীতে ফেলে দেয়ার মামলায় এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে একটি দেশীয় ওয়ানশুটার গান ও ৫টি তাজা বন্দুকের কার্তুজসহ গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।বুধবার রাত পৌনে ১১টার দিকে পাংশার চররামনগর থেকে এদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতরা হলেন, পাংশা থানার চররামনগর মধ্যপাড়া গ্রামের আব্দুল শিকদারের ছেলে জামাল শিকদার (৩৪),হাশেম শেকের ছেলে বাবুল শেক (৩০),পাবনা জেলার সদর থানার বলরামপুর খাসচর পাংশা থানার এ/পি হলুদবাড়ীয়ার জব্বার মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (৩৫)।রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলামের নেতৃত্বে উপসহকারী (এস আই) নিজাম উদ্দিন ও এ এস আই হিরন কুমার বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় একটি দেশীয় তৈরি সচল ওয়ানশুটার গান ও ৫টি তাজা কার্তুজসহ পাংশা থানার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।উল্লেখ্য, ২০০৯ সালের মে মাসের ৩১ তারিখে রাজবাড়ী জেলার পাংশা থানার চররামনগরে একই পরিবারের ৫ সদস্যকে অপহরণ ও জবাই করে মরদেহ পদ্মা নদীতে ফেলে দেন হত্যাকারীরা। নিহতরা হলেন, পাংশা থানার চররামনগরের আকাই বিশ্বাস, ছেলে লিটন, ভাতিজা হাফিজ, সিদ্দিক ও সাকাজ।রুবেলুর রহমান/এমজেড/আরআই