ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পারভেজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের ছামছুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, সকালে ঝিনাইদহ-যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে খুলনা থেকে কুষ্টিয়াগামী রুপসা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ১৩ জন আহত হন । স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে পারভেজ চিকিৎস্যাধীন অবস্থায় মারা যান।
আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম