দেশজুড়ে

নড়াইলে গৃহবধূ অ্যাসিডদগ্ধ : গ্রেফতার ১

নড়াইলের কালিয়ায় লাবনী বেগম নামে এক গৃহবধূর ওপর অ্যসিড নিক্ষেপ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৪ বছর আগে বলাডাঙ্গা গ্রামের রঞ্জন শেখের মেয়ে লাইজু খাতুনের পাশের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মেছের শেখের ছেলে শামছু শেখের সঙ্গে বিয়ে হয়। দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়ায় কিছুদিন আগে লাইজু খাতুন স্বামীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ৮টার দিকে শামছু ও তার এক সহযোগী লাইজুদের বাড়িতে ঢুকে ঘরের জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারেন।অ্যাসিড লাইজুর শরীরে না লেগে পাশে শুয়ে থাকা তার ছোট বোন লাবনীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রথমে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।১৮ জুন সরেজমিনে লাবনী বেগমের বাড়িতে গেলে বাবা রঞ্জন শেখ জাগো নিউজকে জানান, স্বামী-শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়ায় আমার বড় মেয়ে লাইজু কিছুদিন আগে স্বামীরে তালাক দেছে। এ নিয়ে তারা দুই ভাই আমার মায়েডারেতো অ্যাসিড মারতি আশপাশে শুয়ে থাকা ছোট মায়ে লাবনীরে মারিছে। আমি এর বিচার চাই।শামছু শেখের বাড়িতে গেলে তাকে ও তার মাকে বাড়িতে পাওয়া যায়নি। প্রতিবেশিরা জানান, ঘটনার পর থেকে তারা কেউ বাড়িতে নেই।কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন জাগো নিউজকে জানান, এ ঘটনায় লাবনী বেগমের মা শোভা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় শামছু শেখ ও তার ভাই আক্তার শেখকে আসামি করা হয়েছে। তিনি আরো বলেন, আক্তার শেখকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিকে গ্রেতোরের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।হাফিজুল নিলু/এমজেড/আরআই