বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের উপর হামলার ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রেরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকী সদস্যরা হলেন, বিএনপি’র সহ-দফতর সম্পাদক মো. আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন এবং যুবদলের সহ-সভাপতি কে এম আই খলিলুর রহমান।বিবৃতিতে তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ করা হয়েছে।১৪ জুন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় অবস্থিত জাতীয়তাবাদী যুবদলের কার্যালয়ে কয়েকজন যুবক সালামের উপর অতর্কিত হামলা চালায়। বর্তমানে সালাম রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এমএম/একে/পিআর