দেশজুড়ে

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বিল্লাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে।

বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ আউটার সিগনালের কাছে দুর্ঘটনাটি ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহজাহান মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বিল্লাল প্রায় দুই বছর যাবত স্বপরিবারে রেল সড়কের পাশে রেলওয়ের জমিতে ঘর করে বসবাস করে আসছে। রাত সাড়ে ১০ টার দিকে খাওয়া-দাওয়া শেষে বিল্লাল ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে ট্রেনের শব্দ শুনে বিল্লাল হঠাৎ ঘুম থেকে উঠে দৌড়ে রেললাইনে ছুটে যায়।

এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী হাওর এক্সেপ্রেসের নিচে শুয়ে পড়ার চেষ্টা করলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে আশংকাজনক অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস