দ্রুত চার ব্যাটসম্যানকে হারিয়ে হটাৎই বিপর্যয়ে পরে যায় বাংলাদেশ। তবে সাব্বির আহমেদকে সাথে নিয়ে ভালো ভাবেই বিপর্যয় সামাল দিচ্ছিল সাকিব। হটাৎই ছন্দপতন, জাদেজার বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান ৪১ রান করা সাব্বির। এরপর নাসিরকে সাথে নিয়ে টাইগারদের বড় সংগ্রহের স্বপ্ন দেখায় সাকিব। তবে সাকিবও আর বেশি এগিয়ে নিতে পারেননি। দলীয় ২৬৭ ও ব্যাক্তিগত ৫২ রানেই ফিরে যান তিনি। এর পর মাঠে নামেন টাইগার অধিনায়ক মাশরাফি।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৯৯ রান। মুুস্তাফিজকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন মাশরাফি।এর আগে বৃষ্টির কারণে এক ঘণ্টা ৩ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারো ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে তামিম, লিটন এবং মুসফিককে হারিয়ে চাপে তারা। বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে মাত্র ১১ বল পরেই আউট হয়ে ফিরে যান তামিম ইকবাল। রবিচন্দ্রন অশ্বিনের বল এগিয়ে এসে খেলতে গিয়ে ঠিকভাবে লাগাতে না পেরে বল উপরে উঠে যায়। হাওয়ায় ভাসানো সহজ ক্যাচ ধরতে কোন ভুল করেননি রোহিত শর্মা।নিজের পঞ্চম ওভারে বল করতে এসে আবারো বাংলাদেশ শিবিরে আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। তার বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফিরেন অভিষিক্ত লিটন দাস।২৪তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল এগিয়ে এসে উড়িয়ে খেলতে গিয়ে লংঅনে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে খেলতে থাকা টাইগারদের উড়ন্ত সূচনায় বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। তবে বৃষ্টিতে ১ ঘণ্টা ৩ মিনিট খেলা বন্ধ থাকার পর ৫ টা ১০ মিনিটে আবারো শুরু হয় টাইগারদের ব্যাটিং। তবে বৃষ্টির পর মনঃসংযোগ ঠিক ভাবে ধরে রাখতে পারননি টাইগাররা।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতকে চেপে ধরে টাইগাররা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিং তাণ্ডবে পড়ে ভারত।তবে দলীয় ১০২ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পরেন দুর্দান্ত খেলতে থাকা সৌম্য সরকার। ৪০ বলে ৫৪ রান করেন তিনি। তার বিদায়ের পর মাঠে নামেন অভিষিক্ত লিটন দাস।তামিম ইকবালের সাথে ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামেন সৌম্য সরকার। পাকিস্তানের বিপক্ষেও সৌম্য সরকার বাংলাদেশ দলের উদ্বোধন করেছিলেন। এবারো সৌম্যর উপরেই আস্থা রেখেছেন অধিনায়ক ও কোচ।ভারতের বিপক্ষে আজকের (বৃহস্পতিবার) এই ম্যাচে বাংলাদেশ দুজন নবীন খেলোয়াড়কে অভিষিক্ত করেছে। অনুমিত লিটন দাসের সঙ্গে অভিষেক হচ্ছে তরুণ তুর্কী মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন এই বাহাতি পেসার। তার পুরস্কার হিসাবে এবার ওয়ানডে দলে জায়গা করে নিলেন তিনি।
এমআর/আরএস