দেশজুড়ে

খেলতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দু’দিন পর পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাগর সিকদার (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় ভাসমান অবস্থায় দারছিড়া নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।

নিহত সাগর রাঙ্গাবালীর ফুলখালী গ্রামের অহিদুল সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খেলতে যাওয়ার পর থেকে সাগরকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে সাগরের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মৃত্র জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস