চুয়াডাঙ্গায় আন্তঃজেলা গরু চোর চক্রের মূল হোতা বদর উদ্দিন বুদোসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর দামুড়হুদা থানা পুলিশের কয়েকটি দল চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে সুন্নত (৫০), হকপাড়ার মৃত নুর নবীর ছেলে লাল্টু (৩০), ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে দুলাল (৩২), মুক্তিপাড়ার আব্দুল বারেকের ছেলে আরজ আলী (৪৫), দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে দিলন (২৮), খাঁপাড়ার মকসেদ আলীর ছেলে তাহাজ উদ্দিন (৪০), বিষ্ণপুর গ্রামের চান্দু মণ্ডলের ছেলে তরজ (৩০) ও কুষ্টিয়ার সদরপুর গ্রামের মৃত খেলাফত মণ্ডলের ছেলে বদর উদ্দিন ওরফে বুদো (৫২)।
শনিবার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদা থানাতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মাহবুব রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) মো. কলিমুল্লাহ, দামুড়হুদা মডেল থানা পুলিশের ওসি আবু জিহাদসহ জেলা ও উপজেলার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন কাজল/এএম/আরআইপি