মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্ত থেকে নারী ও শিশুসহ নয়জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার রাতে তারা বাংলাদেশে প্রবেশ করেছিল। ভিসা-পাসপোর্ট ছাড়া ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদেরক গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে বিজিবি।
গ্রেফতাররা হলেন মুন্সিগঞ্জ জেলার পূর্বহর পাড়ার আব্দুল খালেকের ছেলে রাসেল মিয়া (২৫), খুলনার বাইনবাড়ীয়ার নিখিল বৈরাগীর ছেলে শ্রী পবিত্র (২০) ও পুলিন মণ্ডলের ছেলে বিষ্ণু মণ্ডল (১৮), একই জেলার রুপসার ডুবার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে শ্রী রউফ বিশ্বাস (১৯), করয়া হড্ডার বিমল কৃষ্ণ মণ্ডলের ছেলে সঞ্জিব মণ্ডল (৩৬) ও রাধকান্ত শীলের ছেলে শ্রী সুশান্ত (৩৫), দাকোপ সিংজোড়ার মিলন মণ্ডলের স্ত্রী রাধা মণ্ডল (৩৫), কিশোরগঞ্জের ভৈরব টুকেরহাটির মৃত ইউসুফ মণ্ডলের মেয়ে বর্ষা খাতুন (২৪) ও তার মেয়ে শেফা খাতুন (৫) এবং একই গ্রামের আজমের মেয়ে তানিয়া খাতুন (২২)।
বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে নয়জনকে গ্রেফতার করেছে বিজিবি।
বিজিবির মুজিবনগর কোম্পানির নায়েক বিল্লাল হোসেন বাদী হয়ে তাদের নামে মামলা করেন। শনিবার দুপুরে তাদের থানায় পাঠানো হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে নয়জনকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আসিফ ইকবাল/এএম/আরআইপি