যশোরের বাঘারপাড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়দানকারী একদল ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। বন্দুকযুদ্ধে ৫ ডাকাত গুলিবিদ্ধ ও ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোরে যশোর-মাগুরা মহাসড়কের ভদ্রডাঙ্গা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ ডাকাত দলের কাছ থেকে অস্ত্র-গুলি, ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাপ, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ডাকাতরা হলেন, মুন্সীগঞ্জের মেদিনী মণ্ডল গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল হাই (৪০), খুলনার ডালমিল এলাকার আকবর আলী রওশনের ছেলে ফারুক ওরফে বাদশা (৪৪), ঢাকা সাভারের বাকুর্দা এলাকার মৃত নবাব মিয়ার ছেলে আনিসুর রহমান (৪২), ঝালকাঠি জেলার উত্তর কাঠালিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাসান আব্দুল্লাহ (২৪) ও সিলেটের গোলাপবক্স শিলঘাট গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রাজিব হোসেন (২৯)।আহত পুলিশ সদস্যরা হলেন, ,বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান (৩৩), একই ফাঁড়ির কনস্টেবল তুহিন খান (২৩), দীপু (২২) ও আকিমুল ইসলাম (২২)। বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফকির পান্নু মিয়া জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে একটি মাইক্রোবাসে করে একদল ডাকাত যশোর-মাগুরা মহাসড়কে ঘোরাফেরা করছিলেন। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়দানকারী এ দলটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় খাজুরা ফাঁড়ি পুলিশ ডিবি কার্যালয় ও থানায় খোঁজ নিয়ে নিশ্চিত হয় তারা পুলিশের কোনো টিম নয়। পরে যশোর-মাগুরা মহাসড়কের ভদ্রডাঙ্গা এলাকায় খাজুরা পুলিশ ওই দলকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের উপর গুলিবর্ষণ ও বোমা হামলা করেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এসময় বন্দুকযুদ্ধে ওই ৫ ডাকাত গুলিবিদ্ধ ও ৪ পুলিশ সদস্য আহত হন। ডাকাত দলের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৫টি বোমা, ২টি ওয়াকিটকি, গোয়েন্দা পুলিশের পোশাক, চাপাতি, ছুরি ইত্যাদি উদ্ধার করা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মিলন রহমান/এমজেড/এমএস