নাটোরের সিংড়া উপজেলায় সুতিজালের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও গ্রেফতারের পর উপজেলা প্রশাসনের কাছে স্বেচ্ছায় ৮ লক্ষাধিক টাকার ৪টি সুতিজাল হস্তান্তর করেছে কলম ইউনিয়নের সুতি মালিকরা।
শনিবার দুপুরে কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুর নেতৃত্বে এই জালগুলো হস্তান্তর করা হয়। এ সময় কলম ইউপি চেয়ারম্যান তার ইউনিয়নকে সুতিজাল মুক্ত বলে দাবি করেন। পরে জালগুলো কোর্ট মাঠে পুড়িয়ে দেয়া হয়।
সিংড়া উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চলনবিলের মৎস্য সম্পদ রক্ষায় গত ১ মাসে চলনবিলে ২৭টি মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সুতি ও বাদাই জাল পুড়িয়ে দেয়া হয়। অভিযানে মৎস্য সংরক্ষণ আইনে সুতিজাল মালিকদের বিরুদ্ধে ১৩টি মামলা করা হয়েছে। এই মামলায় বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজাও প্রদান করা হয়েছে।
ফলে এলাকায় ব্যাপক জনমত গড়ে ওঠায় উপজেলার ৪নং কলম ইউনিয়নের সুতি মালিকরা তাদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় তাদের সুতিজাল প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু প্রমুখ।
এদিকে, চলনবিলের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় জনমনে শুভবুদ্ধি উদয় হওয়ায় সকলকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, উপজেলা প্রশাসনের লাগাতার অভিযান ও এলাকায় জনমত গড়ে ওঠায় সুতি মালিকদের মধ্যে এই পরিবর্তন। তবে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
রেজাউল করিম রেজা/এএম/জেআইএম