টাঙ্গাইলের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) ছোট ভাই।
জানা যায়, প্রতি বছর জেলা ও উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়। এতে করে প্রথমে আতিকুর রহমান (আতোয়ার) উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি জেলারও শ্রেষ্ঠ চেয়ারম্যান বলে নির্বাচিত হন।
এ প্রসঙ্গে চেয়ারম্যান আতিকুর রহমান (আতোয়ার) জানান, আমি শ্রেষ্ঠ হয়ে থাকলেও হয়েছি আমার ইউনিয়নের সকল জনগণের কারণে। তাই আমার এই শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার কৃতিত্ব আমার ইউনিয়নের জনগণের প্রতি উৎস্বর্গ করলাম।
আরো জানা যায়, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আতোয়ার এখন সরকারি সফরে ফিলিপাইন হয়ে মালয়েশিয়া অবস্থান করছেন। তিনি আগামী ১০ অক্টোবর দেশে ফিরবেন।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস