দিনাজপুরের বীরগঞ্জে রড বোঝাই ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-নবাব আলী (৫২)। তিনি বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের মো. হাসান আলীর ছেলে।শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কবিরাজহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. দুলাল হোসেন জাগো নিউজকে জানান, উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের মো. হাসান আলীর ছেলে নবাব আলী সকাল সাড়ে ৭টায় মোটরসাইকেল নিয়ে কবিরাজ হাটে সংযোগ সড়ক হয়ে যাচ্ছিলেন। এসময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে উঠার সময় পঞ্চগড়গামী রড বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নবাব আলী মারা যান। এসময় চালক ও হেলপার ট্রাক ট্রাক রেখে পালিয়ে যান।বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ট্রাক চাপায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এমদাদুল হক মিলন/এমজেড/এমএস