মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি, উপজেলা কমিটি ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তে সময়মতো সম্মেলন আয়োজন করতে না পারায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ থাকায় ঠাকুরগাঁও সদর উপজেলা, ঠাকুরগাঁও পৌর ও ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার কমিটি বিলুপ্ত করা হলো। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দুই জেলায় নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আগ্রহীরা তাদের জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল হাফিজ রেশিমের কাছে এবং পঞ্চগড় জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি মিজানুর রহমান মিজানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল জাগো নিউজকে জানান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তে সময়মতো সম্মেলন আয়োজন করতে না পারায় ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজের কমিটি না হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই ত্যাগী ও প্রকৃত ছাত্রদের সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে উল্লেখিত কমিটিগুলো গঠন করা হবে। রবিউল এহসান রিপন/এমজেড/এমএস