দেশজুড়ে

ঢাকা অ্যাটাকে গাইবান্ধার পুলিশ সুপার

দেশব্যাপী আলোচিত ঢাকা অ্যাটাক সিনেমায় ডিএমপির একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। রোববার রাতে গাইবান্ধা জেলা শহরের তাজ সিনেমা হলে সিনেমাটি দেখার সময় বিষয়টি নজরে আসে।

সোমবার সকালে মুঠোফোনে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ঢাকা অ্যাটাক সিনেমায় আমি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছি। সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখলে সবার ভালো লাগবে।

সিনেমার শুরুতে দেখা গেছে, একের পর এক খুনের ঘটনা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর এসব ঘটনার তদন্ত করতে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক বসে কয়েকবার। সেই বৈঠকে দেখা যায় গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদকে।

সিনেমা দেখতে আসা শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা নাহিদ হাসান চৌধুরী রিয়াদ বলেন, ঢাকা অ্যাটাক সিনেমা দেখে খুব ভালো লেগেছে। আরও ভালো লেগেছে আমাদের পুলিশ সুপার স্যারকে অভিনয় করতে দেখে। এরকম সুস্থধারার চলচ্চিত্র আরও নির্মাণ করা হলে তবে দর্শকরা হলমুখী হবে। বেঁচে যাবে আমাদের চলচ্চিত্র শিল্প।

গত ৬ অক্টোবর দেশব্যাপী ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঢাকা অ্যাটাক সিনেমাটি। ঢাকা অ্যাটাক সিনেমা পরিচালনা করেছেন দীপংকর দীপন ও রচনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী সানোয়ার। শ্যুটিং শুরুর প্রায় ২ বছর পর মুক্তি পায় ঢাকা অ্যাটাক সিনেমাটি।

মাশরুকুর রহমান খালেদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। এরপর চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ঢাকায় থাকাকালীন সময়ে তিনি ঢাকা অ্যাটাক সিনেমায় অভিনয় করেন।

রওশন আলম পাপুল/এএম/পিআর