দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু`টি অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৪ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপী গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৭), একই গ্রামের নেফাউর রহমানের ছেলে শহীদ হাসান রুবেল (১৯), গাজলুর রহমানের ছেলে আব্দুল্লাহ কাফী (২১) ও মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের এমরান আলমের ছেলে মাহবুব আলম ।  চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহমেদ পিপিএম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের আদিনা ফজলুল হক কলেজের সামনে থেকে ১টি পিস্তল, ৪৫রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মনাকষা ইউনিয়নের তারাপুর বাজার  থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী মাহবুব আলমকে আটক করে পুলিশ।এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এসএস/এমএস