বিএনপি নেত্রী বেগম খালেয়া জিয়া আন্দোলনে ব্যর্থ হয়ে নিজ বাসভবনে ফিরে গেছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার দুপুরে মাদারীপুরে আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হলে, আওয়ামী লীগ খণ্ড বিখণ্ড হয়ে যাবে, খালেদা জিয়ার এমন মন্তব্যে নৌমন্ত্রী বলেন, ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, এই ২১ বছরে আওয়ামী লীগ খণ্ড বিখণ্ড হয়নি। এই বছরগুলোতে স্বাধীনতাবিরোধীদের সাথে লড়াই করে, এখন ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করছে।সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যরা। পরে মন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।এ কে এম নাসিরুল হক/এসএস/আরআইপি/এসআরজে