দেশজুড়ে

দেড় মাসেও মাদরাসাছাত্রের সন্ধান মেলেনি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধনাঢ্য পরিবারের নিখোঁজ মাদরাসাছাত্র মো. মারুফ বিল্লাহ’র (১৪) দেড় মাসেও সন্ধান না পাওয়ায় পরিবারে চলছে কান্নার রোল। মৃত্যুশয্যায় ছটফট করছেন মা আকলিমা খাতুন।

নিখোঁজ ছাত্র মারুফ বিল্লাহ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামের মো. আব্দুল খালেক খানের ছোট ছেলে।

জিডি সূত্রে জানা যায়, সে গত ২৮ আগস্ট সকাল ৭টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বেজগাঁতী মিফতাহুল উলুম কওমি মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রঙয়ের পাঞ্জাবি ও পায়জামা, মাথায় সাদা টুপি। ছেলেটির গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৫ ফুট, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য হালকা-পাতলা।

গত দেড় মাসেও মাদরাসাছাত্র মারুফ বিল্লার সন্ধান না পাওয়ায় পরিবারে চলছে শোকের মাতম। মা আকলিমা খাতুন ছেলের শোকে প্রতিনিয়ত ছটফট করছেন। এ ব্যাপারে গত ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, নিখোঁজ মাদরাসাছাত্রের এখনও সন্ধান মেলেনি।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই